গন্তব্য পানে বিরতিহীনভাবে
ছুটে চলছি বহুকাল ধরে,
কোনো এক অজানা সময়ে
কালো অমানিশা হতে মুক্তি পেয়ে
বিরামহীন এ পথ চলার হয়েছিল শুরু।


লক্ষ্যের দূরত্ব অজানা
শুধু জানি যেতে হবে
তাই ভাবনাহীনভাবে ছুটে চলি সামনে,
মননে ফেরার চিন্তা
সাগর পেরিয়ে পাড়ি দেই মরু।


পুরো পৃথিবী যখন নিকষ আঁধারে ঘুমিয়ে
তখনো হেটে চলি আমি,
আকাশ বা সাগরের বিশালতায় মুগ্ধ হলেও
এক মুহূর্তও থামাতে পারেনি আমাকে,
নিরন্তর ছুটে চলি নিশি দিন।


দৃষ্টি সীমায় আমার মতোই অজস্র পথিক
ছুটে চলে নিজ গন্তব্যে,
তারাও জানেনা পথের দূরত্ব
অনেককে লক্ষ্যে পৌঁছাতে দেখি
আবার যুক্ত হয় অনেক নবীন।


কখনো সূর্যের ঝলমলে আলোয়
কখনো বা তিমির রাত্রিতে
গহীন অরণ্য থেকে গভীর সমুদ্রে
জনপদ থেকে নির্জন মরুতে
পুষ্প থেকে কণ্টক পথে হেটে চলি হেসে।


পথে পাওয়া শুভ্র পাথর আর সাদা গোলাপে
সযতনে সাঁজাই নিজেকে,
দুর্গম পথে যেতে কাদা লাগে সারা দেহে,
যত মুছি ফের লাগে হৃদয়ের চাওয়া তবু
পথ যেন শেষ হয় কাদাহীন বেশে।


১৪ জুলাই ২০২০, আমিন বাজার, ঢাকা।