প্রভাতের স্নিগ্ধ বায়ু প্রশ্ন করে
কেন আমি কলম ধরিনা?
পাখিরা কলকাকলীতে জিজ্ঞেস করে
কেন তাদের গান শুনিনা?


বাগানের ফুলগুলো খুব কৌতুহলী
কেন তাদের রূপ দেখিনা?
নদীর ঢেউগুলো খুব অভিমানী
কেন তাদের মন বুঝিনা?


সবারই জানতে চাওয়া
কেন আমি উদাস থাকি?
কেন আমার মন ভালো নেই
কোন ব্যথাটা দিচ্ছে উঁকি?


কেউবা আবার কাছে এসে
প্রশ্ন করে কানে কানে,
আমি কি তার কথাতে
রাগ করেছি মনে মনে?


কি করে বলব তাদের
চলছে যা মোর মন গহীনে,
আমি তো চাই না তারাও
কষ্টে ভাসুক আমার সনে।


অনুজীবের আক্রমনে
নাকাল যখন বিশ্ববাসী,
কি করে মন ভালো রয়
আমার মুখে মানায় হাসি?


মাস্কের দোকানগুলো
ভরবে যেদিন ফুলে ফুলে,
সেদিনের স্বপ্ন দেখি
হাসবো আবার সবাই মিলে।


২৪ জুন ২০২০, আমিন বাজার, ঢাকা।