তোমার মুখের ঘোমটা সরিয়ে দাও,
হেরিবো- প্রতিক্ষা ভেঙে চাঁদ মাখা মুখ;
লজ্জা ফেলে পুষ্প-কোমল পাণি বাড়াও,
লভিবো স্বর্গ প্রদেয় অনাবিল সুখ।

বলছিনা; তুমি আমার বা'বক্ষ্য অস্থি!
বলছিনা; তুমি হৃদয়ের এক পাশ!
বলছি; তুমি আমার শ'জন্মের স্বস্তি।
বলছি; তোমাকে ঘিরে চলার প্রয়াস।

আকাশের মতো বিশালতা, মেঘেরাও-
ঘোষিবে তোমার প্রকৃতির চাঞ্চলতা!
রূপের প্রশংসা করে পর্বতেরাও-
ধূলায় লুটিবে, নদী হারাবে নাব্যতা!
সাগরেরা কেবল- স্রোতের বিপরীতে;
তোমারেই লভিতে দর্শাচ্ছে ব্যকুলতা!

রচনাকাল: ২২.০১.২০২৩ ইং