স্বাধীনতা তুমি কতটা দামী?
"আমি কতটা দামী তা জিজ্ঞাসো-
এক পরাধীন জাতির কাছে!
আমার মূল্য বোঝাবে তোমাদের-
ঝড়িয়ে শরীরের ঘাম যত বাকি আছে।"
আচ্ছা তোমার কাজ কি, স্বাধীনতা?
"সকলের তরে নিশ্চিত করা যত আছে-
তার জীবনের পথে মৌলিকতা!
যেমন- ধরো; বাক স্বাধীনতা, রাজনৈতিক,
অর্থনৈতিক কিংবা জৈবিক স্বাধীনতা!"
ওহ, আচ্ছা! বুঝতে পেরেছি তবে,
তোমার প্রতিজ্ঞা! তুমি যা এনেছো-
তা যদি না পাই আমার রাষ্ট্রের কাছে?
"তোমাকে তো এনে দিয়েছি কথা বলার অধিকার,
তুমি কেন করিবে না তার ব্যবহার?
তাকে ব্যবহার করো, বলো আছে যতো-
তোমার হৃদয়ে জমা! যে ভুল করিবে
সেই মাগিবে অন্যের কাছে ক্ষমা!"
তোমারে লভিতে, আমার দেশের ঝড়েছে-
আটাশ লক্ষ তরতাজা প্রাণ;
দুই লক্ষ মা আমার দিয়েছে সম্ভ্রাম।
এখনোতো আমি স্বাদ পেলাম না তোমার?
স্বাদ যদি আমায় না দিতে পারো;
তবে ফিরে যাও তুমি, আর পারছি না!
এমন স্বাধীনতা আমি চাই না!
আমার কথা বলার অধিকার চাই!
আমি চাই আমার অধিকার প্রয়োগের ঠিকানা!
তা যদি তুমি ব্যর্থ হও দিতে , তবে আমি বলবো-
এমন স্বাধীনতা আমি চাই না!
রচনা: ১৮ জুলাই ২০২৩ ইং