কি মায়ায় বেঁধেছ আমায়
— মুন্না রহমান
তখন বসন্তের ফেব্রুয়ারি ছিল,
ভোরবেলা হালকা হালকা ঠান্ডা,
আর দক্ষিণ মাঠে শিমুল ঝরার গান।
মনে পড়ে কি আমার কবিতা?
সবটুকু কবিতাজুড়ে শুধু তুমি ছিলে, সুচিত্রা।
তাই তো বলি
কি মায়ায় বেঁধেছো আমায়!
তোমার স্মৃতির সুর বাজে হৃদয়-তন্দ্রাজুড়ে।
সেখানে ছিলে তুমি,
আর তোমার স্মৃতি আমার পরানজুড়ে।
কতো কথা হয়েছিল আমাদের,
মনে আজও বাজে শিশির পড়ার গান।
তাই তো সাক্ষী আছে
মাঝরাতের ট্রেন আসার সিটির শব্দ,
ফাল্গুনের শেষে কোকিলের কণ্ঠ,
কিংবা বর্ষায় বৃষ্টির গান,
আরও রয়েছে আমাদের প্রেম।
আজ হৃদয়ে সুখের রোদ ওঠে না,
তুমি কি জানো?
আমার সবটুকুজুড়ে শুধু তুমি।
আজ মায়াবন অধিক আকুল তোমার অপেক্ষায়,
হ্যাঁ, আমিও তোমার অপেক্ষায় পদ চেয়ে আছি।
কি মায়ায় বেঁধেছো আমায়!
তোমায় ভুলতে না পারি।
রাতের আঁধারে তোমার ছায়া এসে বসে পাশে।
কিছু কথা আছে তোমার চোখে,
তোমার তাকানি আমায় ইশারায় বলে।
তোমার হাসি আমার পথের প্রদীপ,
তোমার কণ্ঠ ছিল হৃদয়ে বেজে ওঠা সহস্র কবির কবিতা।
কিন্তু আজ সেসব স্মৃতির আকাশে কেবলই মেঘে ঢাকা তারা।
কেন এখনো তোমার অপেক্ষা আমি?
কি মায়ায় বেঁধেছো আমায়!