আজ একটিবারের জন্য শিরোনাম হতে ইচ্ছে করে
বেঁচে থেকে সম্ভব না হলে মরে গিয়ে
কিছু পেয়ে না হয় না পেয়েই অপুর্নতার ঢেঁকুর তুলতে তুলতে
ভালোবেসে না হোক খুব অন্ধকারে অনেকটা গুপ্তঘাতকের মত খুন করে
হাতে ফুল নিয়ে না হোক রক্তাক্ত চাকু নিয়ে দণ্ডায়মান আমি- হ্যা এভাবে।
বিশাল খবর হবে। খবরের আড়ালে ঢাকা পড়বে পৃথিবীর একশ বছরের জলবায়ুর ইতিহাস।
মার্ক্স- লেলিন,
ইসরাইল-ফিলিস্তিন,
ঢাকা কিংবা গাজা,
ট্র্যাম্প কিংবা মুগাবে
জিডিপি, জিএনপি,মাথাপিছু আয়
সাথে দশ বছরের সাফল্যের কচকচানি...
সব শব্দ একটি দিনের জন্য, শুধুমাত্র একটি দিনের জন্য বোবা হয়ে যাবে।
একটি দিনের জন্য ছয়টি ঋতু বসন্ত হয়ে যাবে
বিশাল ব্যানার হবে...আলোচনা না হোক সমালোচনা হবে
কেউ ফুল না দিক, খেঁক করে একদলা থুতু দিক
ভালোবাসা না দিক, একরাশ ঘৃনা দিক তাও হবে...
একটি দিনের জন্য তবু ইতিহাস হব।
একটি দিনের জন্য রবীন্দ্রনাথ-নজরুল
হিটলার-মুসোলিনি
ক্যাস্ট্রো কিংবা মাওসেতুং
চে কিংবা সোভিয়েত
মার্কিন- কোরিয়া
ভারত-চীন
পাকিস্থান-তালেবান
ইয়েমেন-সৌদি আরব
সব ইস্যু একটি দিনের জন্য, শুধুমাত্র একটি দিনের জন্য
খবরের কাগজ থেকে বিতারিত হবে।
সেদিন প্রচন্ড বৃষ্টি হবে- হাওড় অঞ্চলে প্লাবন হবে
রানী এলিজাবেথ শতবর্ষে পা দেবে
শান্তিতে নোবেল জয়ীদের একলাইনে দাঁড় করিয়ে নৃশংস ভাবে হত্যা করা হবে
কবিদের জিভ টেনে ছিড়ে ফেলা হবে
হিটলারের পৌরনিক শব খুজে পাওয়া যাবে
আলেকজান্দ্রিয়া লাইব্রেরী আবমুক্ত হবে সর্বসাধারণের জন্য
জাতির কাছে ক্ষমা চাইবে সুচি
এসব খবর হারিয়ে যাবে সেদিন একটি বারের জন্য।
একটিবারের জন্য পৃথিবীর সব প্রেমিক জড়িয়ে ধরবে তার প্রিয়তমাকে
ভারত-পাকিস্থানের সংবিধান থেকে কাস্মির নামক শব্দ তার আবেদন হারাবে
ষোল কোটি মানুষ রাস্তায় নামবে, মিছিল হবে, মিছিলে গুলি হবে
রাজতন্ত্রের পতন হবে...
এসব খবর আমার শিরোনাম হওয়ায় হারিয়ে যাবে এদিক ওদিক।
শুধু একটি বারের জন্য শিরোনাম হতে ইচ্ছে করে
একটিবারের জন্য ইতিহাস হতে ইচ্ছে করে
একটি বারের জন্য
হ্যাঁ! একটি বারের জন্য


কিংবদন্তি হতে ইচ্ছে করে।