এক আকাশ ভরা অভিমান নিয়ে
যখন তোমার কাছে গেলাম,
তখন এক তিল পরিমাণও
আমার বেদনাবোধ তোমার
হৃদয় স্পর্শ করেনি।


এক সাগর অশ্রুজল নিয়ে
তোমার কাছে গেলাম,
তোমার কাছে উপহাসের হাসি ছাড়া
কিছুই পাইনি।


এক পাহাড় সমান কষ্টগুলো যখন
আমাকে কুড়েকুড়ে খাচ্ছিলো,
তখন তোমার কাছে এটা একটা
সামান্য ব্যাপার ছিলো।


তখনও অনুভব করোনি
কতটুকু ভালোবেসেছি তোমাকে।


কেমন যেনো স্বার্থপর হয়ে উঠে ছিলাম,
তোমার সাথে  অন্য কেউ
তা আমি কি ভাবে  মেনে নেবো!


যতবার ভাবছি ভুলে যাবো,
ততই লতাপাতার মতো আঁকড়ে ধরে আছি।


ভালো বাসোনা জেনেও
কেমন অবুঝের মতো করছি
এই আমি বোকা মেয়েদের মতো।


নিজেকে প্রশ্ন করে করে
জর্জরিত করছিলাম নিছকই।


তবে এটুকু বলতে পারি
আমি তোমার প্রেমে পরিনি
পরে ছিলাম  মায়ায়।


যদিও জানি ভালোবাসো না,,, তবুও ভালোবাসি,
কেন বাসি সে প্রশ্নের উত্তর
আমার কাছে নেই।
যেটুকু আছি শুধু নাছোড়বান্দা হয়ে।
যে-দিন দেখবে আমি
তোমাকে খুঁজছি না,, বুঝবে
আকাশের একটি তারা আমি।