আমার বাসার পাশেই পাহাড়,
বলতে গেলে পাহাড়ের পাদদেশে।


পাহাড়ের চূড়ায় গাছের উপর
এ-তো সুন্দর আর চমৎকার
একটা চাঁদ এবং তার চার পাশ
জুড়ে পাখিগুলো তাদের
নীড়ে ফেরার তাড়া।


অপলকভাবে চেয়ে থাকা
কতো কথা ছুঁয়ে দিয়ে যায়,
কতো ভালোলাগা যেনো চারপাশ জুড়ে।


তবুও বিষাদ-মন
কেনো যে আনমনে
কি কথা কয়ে যায় কানে কানে।


কেনো হারায়ে খুঁজি যতো কিছু কথা,
কিছু গল্প, কিছু  সুখদুঃখ,
ফিরে দেখা জীবনের লাগি করি হাহুতাশ।


দিন যায় রাত আসে
এটাই জাগতিক নিয়ম।
এর মধ্যে ঘটে যায় কতো ঘটনা
কখনো নাটকীয়, কখনো স্বপ্ন,
কখনো বাস্তবাতা খুঁজে  পায়না মন।


তবুও ভালো থাকতে চাই,
স্বপ্ন দেখতে চাই, হারাতে চাই,
জীবন সমুদ্রের অতল গভীরতায়,
যেখানে শৈবালের সাথে খেলায়
মেতে ওঠে নানান প্রজাতির জলজ প্রাণী।