কিছু অভিমান ছুঁয়েছে হৃদয়।


কখনো ভালোবাসার অপমৃত্যু।


কখনো মুগ্ধতা কিছু কথা কিছু গান।


সবকিছু  যখন হয়েছে মিছে,


ভেঙে হয়েছে খান খান।


যত স্বপ্ন ছিলো সাজানো গোছানো


সব গেছে আজ ভেঙেচুরে।


সব মিছে আশা নয় ভালোবাসা


করলে প্রমাণ একে একে সবখানে।


কত ছলনায় ভুলিয়েছো এ হৃদয়,


রক্ত ঝড়ালে এ বুকে।


কত যতন করে যে ঘর বাঁধিনু


বেদনার বালু চরে।


সে ঘর আমার উড়িয়ে নিলো


কোন সে অহংকারে।


চেয়েছিলাম কি বাসিতে ভালো!


ছিনিয়ে নিলে হৃদয়।


ভুল ভালোবাসা কাঁদালে  মোরে


এই কি সহ্য হয়।