ছুঁয়ে দিলে পানি হবো,
বরফ গলা নদী হবো।


শাপলা,শিউলি,কনকচাঁপা
সব তোমার জন্য হবো।


ওই সুদূরে হারিয়ে যাবো
কৃষ্ণ চূড়ার মান ভাঙাবো


সিঁদুর রাঙা সকাল হবো
গোধূলীর আলোয় তোমায় ছোঁবো।


পাহাড় ছুঁয়ে শপথ নেবো
তোমার সাথী হয়ে রবো।


শপলা শালুক হয়ে আমি
তোমার মায়ায় জড়িয়ে রবো।
এমন দেশ কোথায় পাবো!