সব কিছু যখন পরিস্কার,
আমি তখন।


কাঁচের পুতুলের মতো
এক টোকাতে
ভেঙে চুরমার।


গ্লু দিয়ে জোড়া লাগিয়ে
কোনো মতে
দাঁড় করিয়ে রেখেছি।


এখন শুধু ভয় পাই,
আবার টোকা দিলে
যদি ভেঙে যাই,
জোড়া লাগবেতো!


না-কি ঝাড়ু দিয়ে
বেলচায় করে
ফেলে দিতে হবে!


সবসময় ভয়ে ভয়ে থাকি,
আমার চারপাশে
শুধু কাঁচের আসবাব।


ভেঙে যাবার ভয়
প্রতিনিয়ত।


কতক্ষণ আর
তুক তুক করে
রাখা যায় বলো!?


পাষাণ হৃদয় স্পর্শ
পায়না এ হৃদয়।


লোনা জলের
সাগর তৈরি করি।


শেওলা গুল্ম দিয়ে
পাহাড় সাজাই।


রামধনু টাও বিষন্নতায়
ছেয়ে আছে।


অমানিশা  যেনো
আঁকড়ে ধরে আছে।


সাগর ছুঁয়ে ঝর্ণা
তার করুন প্রেমের
কথা কয়ে যায়।