কেনো আমি হারাচ্ছি নিজেকে,
নিয়ন্ত্রণহীন এক যানবাহনে?
হারাচ্ছি কোথায়?
আমিতো চাইছিনা!
তবে, কেনো এমন হচ্ছে!
আমি জানি.. এটা ঠিক না;
তবুও  হারাচ্ছি।
এতোদিনের অর্জিত সব পিছনে ফেলে,
এ আমি কোথায়!
তা ঠিক কি বেঠিক
কিছুই কেনো দেখছিনা!
মন, তুমি কি!
তুমি কি কখোনোই নিয়ন্ত্রণে থাকবেনা!
পন করেছো!
নাহ্, তোমার সাথে যুদ্ধ করে
আমি ক্লান্ত।
পারবনা নিজেকে বাঁচাতে।
এসব হচ্ছেটা কি!
এতো সুখের মধ্যে থেকেও ,
কি পাইনি আমি!
তা কি মন জেনে গেছো!
তাই তুমি দুরন্ত!
এইজন্য  আমার কথা শুনছো না।
অবাধ্য  হয়েছো আমার।
মন বলে, "আরে পাগলী,
তুই যে ভালোবাসার কাঙাল!
একটু কথা,একটু ভালোবাসা,
আর কিছু তো চাসনি,
পেয়েছিস?
পাসনি, তবে কেনো
আমায় দোষ দিচ্ছিস!"
সত্যিই কি তাই!
তাই বলে তুই,
এতো অবাধ্য হবি বুঝি!
তোর কি একটুও খারাপ লাগছেনা!
তুই কি, বল তো!