আমি মিশে আছি কবিতার মাঝে
যে আমাকে প্রশান্তি দেয়।
যে কবিতার মাঝে আমি হারিয়ে যাই
ওই দূর দিগন্তের নীলিমায়।
যেথায় পাখিরা জীবনের  কথা বলে।
আমার আত্নার সাথে মিশে আছে কবিতা।
যে আমাকে ওতপ্রতভাবে জড়িয়ে রাখে।
পরম মমতা আর ভালোবাসায়।
কবিতা আমার জীবনের
কাব্য গাঁথা এক অধ্যায়।
কবিতায় আমার হারানো স্মৃতির
খুঁজে পাওয়া এক ধূসর বেলা।
কবিতা আমার অনুপ্রেরণা।
কবিতার সাথে আমার
বন্ধুত্ব আজীবনের।
তারই সাথে আমি আমার
হৃদয় বেঁধেছি অজানা পথে হারিয়ে যেতে।
কবিতার ছন্দে সুখদুঃখ, আনন্দ, বেদনা।
টুকরো স্মৃতি লিখে রাখি কবিতার জীবন পাতায়।
একদিন ঠিক  হারিয়ে যাবো
রেখে যাবো কিছু কবিতা।
যা জীবন্ত হয়ে আমার কথা বলবে।
আমি বেঁচে  থাকবো কবিতার মাঝে।