আকাশ মেঘে এক ঘর বানাবো,
ছাঁদের উপর মস্ত বড় বাগান করবো,
ফুলে ফুলে সাজিয়ে দেবো!


আকাশ বাড়ির ব্যালকনিতে,
ঝুলন্ত এক দোলনা থাকবে।


মেঘের দোলায়! ভাসবো দুজন
সূর্য আমায়! রাঙিয়ে দেবে
মন রাঙানো! রঙ নিয়ে যে
রাঙিয়ে দেবে খুব যতনে।


সন্ধ্যা হলে,বসবো দুজন
শুক তারাকে,নামিয়ে নেবো
মেঘের জলে,চা বানাবো
পরিবেশনা! তুমিই করো।


চাঁদের আলোয়!দেখবো তোমায়
নীল চাঁদোয়ায়,সাদা মেঘে!


ভেসে ভেসে! নেবো তোমায়,
শ্বেত পাহাড়ে।