ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি
ভালোলাগার মানুষগুলোকে ছেড়ে যাচ্ছি
নিজের আদরের পরিবারের  কাছে।


পরিবারটা কয়েকভাগে বিভক্ত হয়েছে,
যেদিকেই যাই, মায়া আর মায়া,  
যাদের ছেড়ে এলাম ঢাকা থেকে,
তাদের জন্য মনটা খারাপ লাগছে,
আবার যাচ্ছি, মায়ায় ভরা পরিবারের কাছে।,
শ্যাম রাখি, না কূল রাখি অবস্থা।


এরই মধ্যে কুমিল্লায় বিরতি,
নামতেই বিশাল আকাশটার মধ্যে
চাঁদটা হেসে আমাকে মনে হলো
হাতছানি দিয়ে  ডাকছে,
আমার এই ক্ষুদ্র মনটা একরাশ
আনন্দে ভরপুর হয়ে গেলো।


আমার একটা সমস্যা আছে,
জ্যোৎস্না রাত দেখলে গান উথলে ওঠে।


"নীল চাঁদোয়া আকাশটাকে আজ
লাগছে যেন বৃষ্টি ধোঁয়া....."


গাড়িতে উঠতেই ইচ্ছে করছে না,
মনে হচ্ছে চাঁদের সাথে গল্প করি,
তারাদের মিশিলে হারাই মন
বৃহস্পতি আমার যেন তুঙে।


চন্দ্র এসে ভর করেছে
প্লানেটগুলো ছুটোছুটি করছে
শুধু আমার আপ্যায়নে রত
মনটা ক্ষনিকের জন্য পাগলপারা হয়ে উঠলো,
কল্পনার রাজ্য ছেড়ে বেরিয়ে এলাম।


চাঁদটাকে বাই দিয়ে উঠতে হলো গাড়িতে
তারআগে অনেক কসরত করে একটা ছবি নিলাম,
কিন্তু মনঃপুত হলোনা কারন,
এতো ইলেকট্রিক বাতি ভেদ করে আমার  
মোবাইল ক্লিক খুব একটা ভালো এলোনা তবুও
একটা পিক্ না নিয়ে যেতে ইচ্ছে হলোনা।


কিছু বিরতির পর আবার চিটাগং এর
উদ্দেশ্যে রওনা হলাম,
গাড়ির উইন্ডো দিয়ে তেমন করে চাঁদের
আলো গলে আর ভেতরে এলোনা
কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে লুকিয়ে গেলো।


মনে মনে চাঁদকে নিয়ে যত গান আছে
গুনগুন করেই চললাম, "চাঁদের হাসির বাঁধ ভেঙেছে...উছলে পড়ে আলো...
ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা  ঢালো......"