মনটা তো এমন-ই,
মানেনা কোনো বারণ।


কখনো মেঘ,কখনো বৃষ্টি,
কখনো রোদে ঝলমল।


কখনো উচ্ছল, চঞ্চল।
কখনো  চাঁদের আলোয়
স্নিগ্ধ কমল।


কবির ভাষায় বলতে গেলে,
মনটাকে নিয়ে যে বসন্তের রং-এর  
মতো ছিটিয়ে দেবো,তা হয়না।