হ্যাঁ আমি নারী তাই  আজ প্রাণ খুলে আনন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছি।
আসলে আমরা কতটুকু সন্মান পাচ্ছি এই সমাজে!?


নারী মানে কন্যা, জয়া, জননী এটা দিয়েই  পরিচয়ের শুরু।


আমাদের সমাজ ব্যাবস্থা এমন যে,
এখনো এই ডিজিটাল যুগে এসেও আমরা নারীকে দূর্বল মনে করি।


কথায় আছে মেয়েদের পায়ে পায়ে দোষ।
আমরা সেখান থেকে এখনো পুরোপুরি বের হতে পারিনি।


একটা মেয়ে যদি একটা দোষ করে, কম বেশি সব মেয়েকেই শুনতে হয় তার খোঁটা।
একটা মেয়ে যদি একটা ভুল বা দোষ করে তার দায়ভার তো সব মেয়ের হতে পারেনা।


একটা মেয়ে যখন অপরাধ করে, তখন সবাই  বলতে থাকে।


বেশি শিক্ষিত করলে তো এমনই হবে,এমন অনেক কথা।


একটা ছেলে যখন দোষ করে তখন তাকে শুনতে হয়, মানিয়ে নে-রে মা,ছেলেরাতো এমনই হয়।


বিয়ের সময়  মেয়ে কাজের কিনা এটা একটা বড়ো বিষয় হয়ে দাঁড়ায় একটি মেয়ের  বেলায়।
আরে বাবা, তোমরা কি বউ খুঁজতে এসেছো নাকি কাজের বুয়া!
কালো মেয়ে  হলে তো আর কথাই নেই। সংসারের অপয়া প্রানী সে।
কন্যাদায়গ্রস্ত পিতামাতা পন নিয়ে রেডি থাকেন।


ছেলেদের বেলায়, সোনার আংটি আবার বাঁকা!


আমারা মেয়েরাই মেয়েদেরকে সন্মান দিতে জানিনা।


আমার যদি প্রত্যেকটা নারীকে সন্মান করতে পারি তবে আমরাই পারবো আমাদেরকে সঠিক ভাবে মূল্যায়ন করতে।


আসুন আমরা নারীকে নারী নয় মানুষ  হিসেবে গন্য করি।
নারীকে অবলা জাতি মনে করে নয়।


নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা রইলো সকল নারীর প্রতি।


কোনো এক নারী দিবসে কবিতাটি লেখা
শেয়ার করলাম।