এ কোন ভালোলাগা
বলতে পারিনা,
জানিনা কি নাম এটার,
অথচ!
ভালোবেসেই চলেছি অবিরাম।


এ তোমার কেমন চাওয়া বলো,
যা আমি পারবোনা দিতে
কোনো দিন?


এ তোমার কেমন ভালোবাসা বলো,
যা কোনোদিন  আমি পারবোনা বাসতে?


মুখ ফুটে বলতে কোথায় যেন দ্বিধাদ্বন্দ কাজ করছে,
মনে মনে ভালোবেসেই চলেছে
মিথিলা অবিরত।
জানে কেউ কাওকে পাবেনা, দেখবেও না কোনোদিন।


মনে মনেই সুখ খুঁজছে বার-বার।
এর পরিধি কতোটুকু ?
কখনো কি মেপেছে মিথিলা?


এতো খুঁজছো কেন তাহলে
পাবেনা যখন?
এতেও কি তুমি সুখী?


জানো মরিচিকাময় সবকিছু,
তবুও পাওয়ার আশায়
মন তোমার ছুটছে তীরের বেগে...


একটু ভেবে দেখো,
অদৃশ্য আকর্ষণে জোয়ার ভাটা ঘটেই চলেছে!


জানো তিয়াস?
কেয়ামত  ঘটে যাবে বলছি।


কেউ যদি জানতে পারে,
সূর্য বিষুব রেখার কাছাকাছি,
বিস্ফোরন ঘটতে পারে যখন তখন।
তারপরও এতো সাহস কেন তোমার?


বারবার বলছি তোমায়, বন্ধু থেকে অন্য কিছু হতে গিয়ে,
সম্পর্কটাকে পঁচিওনা!
তোমার কানেই ঢুকছেনা!


আর একটু ভেবে দেখো
সম্পর্কটাকে কোথায় দাঁড় করাবে?