আমি প্রেমে পড়তে চাই তোমার।
আমি প্রেমে পড়তে চাই সৃষ্টি কর্তার।
আমি প্রেমে পড়তে চাই  তাঁর সব কিছু সৃষ্টির!


আমি প্রেমে পড়তে চাই কবিতার,
শত কবিতার প্রেমময় কথনের ভিড়ে!
আমি প্রেমে পড়তে চাই,
প্রকৃতির অপলক সেই চাহনিতে,
আমি প্রেমে পড়তে চাই,
সেই পৌঢ়ের যাকে তোমরা
বুড়ো বলে দূরে নিদ্ধিধায় ঠেলে দাও।


আমি প্রেমে পড়তে চাই,
যা আমি হারিয়েছি অতীতে,
আমি প্রেমে পড়তে চাই,
প্রকৃতির অক্সিজেন আর
ভরপুর নির্মল বাতাসের!
আমি প্রেমে পড়তে চাই ,
আমার সেই  ছোট্টো বেলার
স্তব্ধ দুপুর বেলাতে!
আমি প্রেমে পড়তে চাই,
ছোট্ট বেলার সেই  ঢ্যাঁড়স খেতের
প্রতিচ্ছবির হৃদয় রাঙানো বাসনায়!


আমি প্রেমে পড়তে চাই,
সেই  বাহারি রঙ  বেরঙের প্রজাপতি,
ঘাস ফড়িং,,ধরার দিনটির,
আমি প্রেমে পড়তে চাই,
ছুঁটে চলা রানওয়েতে ।
যেখানে দূরন্তপনার
দিনগুলোর শেষ  সীমানা।
আমি প্রেমে পড়তে চাই,
আমার দুঃখে জানতে পারা
যে বাঁশির সুর।


আমি প্রেমে পড়তে চাই,
এখনো কানে শুনতে পাওয়া,
বৃষ্টির পর ডোবায় ডাকতে থাকা
ব্যাঙগুলোর ঘ্যাঁঙর ঘ্যাঁঙর
ডাকে প্রেমে ডুবে যেতে চাই,
চাইনা সাঁতার শিখতে,
শুধু সেই প্রেমেই ডুবতে চাই!