প্রকৃতি  যখন কবিতা হয়ে
ছুঁয়ে দিয়ে যায় মন।


বৃষ্টির  টাপুর টুপুর শব্দ
যখন হৃদয়কে শিহরিত করে!


মেঘগুলো যেনো ধোঁয়াশা
নীল সাদা মেলানো অপূর্ব
রঙে সেজেছে আজ।


দূরের পাহাড় গুলো সবুজ
থেকে আরো স্নীগ্ধ সবুজ
হয়ে হাতছানি দিয়ে আমাকে
ডেকে নিয়ে যায়।


থেমে থেমে বৃষ্টি যেনো
আমার মনটাকে আঁটকে রাখে
কোন বেদনাবিধুর গল্প শোনাতে।


বড় বড় গাছগুলোর উপর দিয়ে
পরগাছারা যেনো ঘোমটা
পরিয়ে রেখেছে।


তারই ফাঁক দিয়ে ছোটো ছোটো
কুঁড়ে ঘর ছড়িয়ে ছিটিয়ে
আছে গহীন বনে।


নির্ভয়ে তারা বসবাস করে,
মানুষ গুলো কেমন!


খুব  জানতে ইচ্ছে করে।
তাদের জীবন যাত্রা কি কঠিন!
তবুও ওরা কত সুখী!


বান্দরবান পাহাড়ি এলাকায় বেড়ানোর অনুভূতির প্রকাশ


২৩/১০/২০