মেঘ বালিকা,
ও মেঘ বালিকা আমায় ডেকেছো?


হুম, তোমায় ডেকেছি,
তোমায় আমি ছায়া দেবো,
না, আমি আজ আসবোনা।
সেদিন ডেকে নিয়ে ভিজিয়ে দিয়েছিলে,
মনে আছে?
বারবার ডেকেছিলে,
আমি বলেছিলাম যাবো না,
তুমি কিন্তু সেদিন শোনোইনি
আমার কথা!


বৃষ্টি বললে, আমার কাছে এসো...
আমি তোমায় ডাকছি।
না আমি যাবোনা....
তুমি সেদিন ডেকে নিলে
আমি শুধু চেয়েছিলাম
ভিজবো আর গাইবো।
আমি চাইনি কাঁদতে,
তুমি কাঁদিয়ে দিলে।


চাঁদ বললে,
এসো আমি তোমায় আলো দেবো।


কিন্তু ঠিকই ক'দিন বাদে
অমাবস্যার কালো অন্ধকারে জাপ্টে ধরলে!
জানো, ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলো!
জানোই তো আমি অন্ধকার  
ভীষণ পাই!


আকাশ বললে, তুমি আমার কাছে এসো
আমি তোমায় আমার বিশাল এই বুকে রেখে,
তোমার মাথায় হাত বুলিয়ে দেবো,
অনেক ভালো বাসবো,
নীলাম্বরী শাড়ী পরিয়ে সূর্যকে বলবো,
তোমাকে টিপ পরাতে।


আমি বললাম,
আমার যতো দুঃখ কষ্ট আছে  
তা কি ভুলিয়ে দিতে পারবে?
পারবে আমার সোনালী....
রুপালি দিন গুলো ফিরিয়ে দিতে?
পারবে আমার সেই প্রজাপতি
দিনগুলো ফিরিয়ে দিতে?


পারবে, মেঘ বালিকা
পারবে তুমি?