এতো ভালোবাসা
কোথায় গেলো
ডানা মেলে।


যে-দিন আমার
বাসন্তী রং-এর
জামাটা তোমাকে
আকৃষ্ট করেছিল।


অপলক চেয়েছিলে
বলেছিলে ভালোবাসি।
থাকবে সারাজীবন পাশে।


তোমার সুন্দর হাসিটা
যেনো আমার চোখে
লেগে আছে।
সেই যে কাশফুল
ঘেঁষে দুজনে হাতে হাত
রেখে হেঁটে  যাওয়া।


চাঁদের আলোয়
জোছনা স্নান করিয়েছিলে।
আর কতো কথার ফুলঝুরি।
গান শুনিয়ে রাত পার করা
একটুও ভুলিনি জানো।


সেই  যে খেয়া নৌকায় বসে
কত-শত প্রেমালাপ,
মুগ্ধতায় পরিপূর্ণ করতে।


মন তখন উড়ন্ত বলাকা,
ডানা মেলে উড়ছি আর উড়ছি।
মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে দিতে
মধুর কথামালায়
গাঁথা কথাগুলো দিয়ে।


এখন শুধু
কালো মেঘ দিয়ে
আচ্ছাদিত মায়াবী
কথা, মধুর হাসি
যা আমি ভালোবাসি অহর্নিশ।
সব এখন দুঃস্বপ্নে ছেয়ে আছে।


ভাঙা গড়া জীবনের চলমান স্রোতে
এ যেনো আমি জীবন্ত  মমি।


২৫/৩/২১