কৃষ্ণচূড়া, আজ তোকে পেয়েছি!
তুই কেনো এতো লাল আজ?
আমার মনের রং মেখেছিস বুঝি?


ক্ষেপা হওয়াতে খুব দুলছিস আজ,
মন মাতিয়েছিস বৃষ্টি স্নাত হয়ে।


আজ আমি ভিজবো বৃষ্টিতে তোর সাথে,
তুই ঝরে পড়বি অঝোরে,
আমার সারা শরীর রঙিয়ে দিবি
তোর রঙে।


চুলে গুঁজেছি তোকে,
কেমন লাগছে বল?


তার পরও মন ভার কেনো আজ?
যার যতো দুঃখ কষ্ট আছে,
নিয়েই বুঝি রক্তিম হয়েছিস?


তোর রঙটাই দেখছে সবাই,
কিন্তু মনের যে ক্ষত নিয়ে
লাল হয়েছিস,
কেউ তা জানলোনা!


দিবি কিছু আমায়,
তোর দুঃখ কিছু?


আর সুখটা নিবি তুই?