১৯৪৭ সাল থেকেই স্বাধীন
বালুচিস্তানের দাবি করে আসছে
এখানের বাসিন্দারা।


নিজেদের এলাকার সম্পদের উপর
বালুচদের অধিকার ও স্বাধীন বালুচস্তানের
দাবি নিয়ে বেশ কয়েক বছর ধরে
আন্দোল এবং লড়াই চালিয়ে যাচ্ছে বালোচরা৷
পাকিস্তানের আর্মি ও জঙ্গীদের মিলিত
বাহিনী কঠোর হাতে এই আন্দোলন
দমন করে আসছে৷
পাক সেনার বিরুদ্ধে অভিযোগ
তারা মহিলা ও শিশু সহ প্রায় ২০ হাজার
সাধারণ নিরীহ বালোচদের
আটকে রেখে ধর্ষণ ও খুন করছে৷
বালুচিস্তানের আর্মিরা যুদ্ধ
করতে চাইতোনা।
পেটের দায়ে সংসার,  
চাকরি বাঁচাতে যুদ্ধে এসেছেন।  
আমাদের দেখে তার বাচ্চাদের  
কথা মনে পড়ে যায় এবং  
আদর করতে এগিয়ে আসছেন
তাঁরবাচ্চাদের কথা মনে করে,
আমাদের দেখে তার সন্তানদের
প্রতি তার স্নেহ উথলে উঠেছিলো
কিনা ঠিক জানি না,কিন্ত
এরপর থেকে পাক সেনারা
আমাদের নানাবাড়ির দিকে
কোনো গুলি ছুড়তো না।


----------------------চলবে