স্বপ্ন কখনো বাস্তবতা পায়না
যেনেও কল্পলোকে
স্বপ্নের জাল বুনি।


কখনো পাখি হই
আকাশ ছুঁয়ে
দেখবো বলে।


ছোঁয়া হলোনা।


কিন্তু মেঘ ছুঁয়ে
দেখতে গিয়ে
ভিজে গেলাম।


শুধু ওই নীল
আকাশ টা ছুঁয়ে
দেখবো বলে।


একটু একটু করে  
উঠতে থাকা সূর্যের
আলোতে নিজেকে
দেখতে গিয়ে কখন
যে সূর্যাস্তের অন্ধকারে
তলিয়ে গেলাম!


তবুও স্বপ্ন বুনি!
স্বপ্নে বিভোর থাকি।