আমি খুঁজে ফিরি,
আমার সেই  শৈশব!


ফেরিওয়ালা থেকে মা
কমলা ফিতা কিনে
দু'টো বিনুনী বেঁধে দিতো।
কখনো কলা বেনী।


মাথার দু'পাশে কমলা রঙ-এর
ফুল যেন জীবন্ত।


কি মায়া মেশানো ছিলো
যে এখনো উথলে ওঠে মনে।


সেই  কমলা ফিতা!
সেই  মমতা মাখা হাত"
মা" কোথায় পাবো!


আর রেশমি চুড়ি
দু-হাত ভরে পরিয়ে
দিতো ফেরিওয়ালা।


ভীষণ ভালো লাগতো।


রিনিঝিনি করে বেজে চলতো
মন মেতে থাকতো সেই শব্দে।
আর যখন একটা করে
ভেঙে যেতো,
কি যে সে কষ্ট।
মনটাও ভেঙে যেতো সাথে।


এখন এমন কতবার
মন ভাঙে গড়ে।
তার কোনো হিসেব
নেই আমার কাছে।