হাজারো প্রশ্নের ভীড়
আমাকে জাপ্টে ধরেছে,
কেনো ধরেছে তা বলতে গেলে
অনেক বৈশাখ কেটে যাবে।
তবুও উত্তরের আশায়
আমি উদভ্রান্তের মতো দু’চোখে
তৃষ্ণা নিয়ে জেগে আছি শতসহস্র বছর,
ঘুম হারিয়ে গেছে,
চোখের মায়া,হৃদয়ের স্পর্শ
আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,
তুমি কি পারবে আমাকে
এক আঁজলা বিষ দিতে?  
পারবে গলা টিপে হত্যা
করতে অথবা আমার মায়াকে
আমার বুকের ভেতর থেকে
টেনেহিঁচড়ে বের করে ছুঁড়ে ফেলতে!  
যদি পারো তবে আমি তোমাকে
আমার শোকার্ত, তৃষিত মায়া
তোমাকে দান করবো নিঃস্বার্থে।