তোমার দেওয়া শাড়ী পরেছি,
নিজেকে আজ অন্য রকম লাগছে,
কপালে মেরুন রঙা একটা টিপও দিয়েছি,
তোমার পরশে লেপটে যাবে বলে!


চোখে কাজল পরেছি
যেন তুমি হারিয়ে যেতে
পারো চোখের তারায়।


তুমি বললে না যে কিছু?
তোমার জন্যই সেজেছি।


কবরীতে একটা রক্তকরবী দিয়েছি,
ঘ্রান পেয়ে ছুটে আসবে বলে,
আসলে না তো?


পায়ে আলতাও পরেছি,
নূপুর  দিয়েছি,
ছন্দে তোমায় ভোলাবো বলে,
দেখলে না তো!


অনেক রেশমী চুড়ি পরেছি
দুষ্টুমিতে দু'একটা ভাঙবে বলে,
তাও দেখলে না!


কানে ঝুমকো পরেছি,
তুমি এসে ছোঁবে বলে,
তোমার জন্য,
একবারও দেখলে না তো !


মিথ্যা করেও বলে দেখতে পারতে,
না ইচ্ছে করলেও বলতে পারতে..?
"সুন্দরই লাগছে!"


তোমার জন্যই তো সেজেছি!
তুমি হয়তো বলবে,"
মিথ্যা আমি বলতে পারিনা।"


তুমি ছাড়া আর সবাই
খুব সুন্দর  বলেছে,
একমাত্র তুমি কিছু বললে না
বলেই মন ভরেনি।
আচ্ছা মন!
তুমি এসব কি ভাবো আনমনে?