কোথায় যেনো একটা শূণ্যতা ছিলো!
না, আমি পূরণ করতে চাইনি।
শূণ্য যায়গাটা শূণ্য হয়েই ছিলো।


হঠাৎ কোথা থেকে তুমি এলে
আমার শূণ্যতাকে ভরিয়ে দিতে!


না,আমি চাইনি,একদমই চাইনি।


তুমি শুনলেনা,
শূণ্যতাকে পূর্ণ করলে কানায় কানায়।


আমি কিন্তু একদমই চাইনি!


তুমি শুনলেইনা আদরে আদরে ভরিয়ে দিলে,
কথায় মজিয়ে দিলে।


তোমার চাহিদা বাড়তেই থাকলো।
আমি পারলাম না নিতে!
তুমি বুঝে গেলে,
তোমার চাওয়া পাওয়া সম্পূর্ণ হবেনা।


তাই সুনামির মতো এলে,
আর চলেও গেলে।
যাওয়ার সময় শুধু কষ্ট আর কষ্ট রেখে গেলে।


ততোক্ষণে আমি তোমার প্রেমে মাতাল,উন্মাদ!
শুধু বললে, "বিয়ে করে ফেলো।"


তোমার জন্য বলাটা খুবই সহজ ছিলো, তাই না?


কিন্তু আমি পারিনি তোমায় ভুলতে,
বিয়ে করে ঘরনিই হয়েছি শুধু!


কিন্তু মনের মধ্যে "তুমিময়" হয়ে আছে সব কিছু। সব!