মানুষ যখন ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে
আর একজনকে ভোলায়,
তারপর বিভিন্ন অজুহাত দেখিয়ে সরে যায়।
সে বোঝেনা তার অনুভুতির
কোন জায়গায় আঘাত করে যায়।
কষ্টে কুঁকড়ে যেতে থাকে,
পিষে ফেলে দুরমুজ দিয়ে,
এর পর মনে হয় কেউ যেনো তার
মনটাকে নিয়ে কাপড়ের মত চিপড়িয়ে
সব ভালোবাসা নিয়ে উধাও হবার চেষ্টায় পরে আছে।
তার মনের  আনাচে কানাচে রক্তগুলো থইথই
করে যেনো কোন এক অজানা কষ্টে।


কি দরকার ছিলো কাছে আসার,
ভালোবাসার রুপকাথার গল্প শোনানোর।
খুব  লাভোবান হলে তাই-না?
এখন অহংকার করে বলতে পারবে
তোমার জন্য কেউ পাগল ছিলো।
তুমি তাকে ডাস্টবিনে ছুঁড়ে মারতে পেরেছো।
অহংকারে তুমি আরো ফেটে পরবে বলতে পারবে
আমি একজনকে খুব  মোক্ষম ভাবে ঠকাতে পেরেছি।
উল্লাস করে বলতে পারবে তুমিও পারো
কাওকে কষ্ট দিয়ে আনন্দ পেতে।
হাহা করে হেসে বলবে,
ভালোবাসার নাটক করেছি তাতে কি হয়েছে।
এজন্য  কি ঘার মটকাতে হবে?
অহংকার তোমাকেই মানায়।
হ্যাঁ হ্যাঁ তোমাকেই মানায়।