কবিতার মুগ্ধতা যখন লুটোপুটি খায় হৃদয় গহীনে,
দীর্ঘশ্বাস নিয়ে তখন ভালোবাসা কে
দেই দূরে সরিয়ে।
ঠিক তখনই এলোমেলো স্মৃতিগুলো  
আঁকড়ে ধরে হৃদপিণ্ডকে,
রাগ অনুরাগের বিরহী শব্দ চয়নে।


কে বলে ভালোবাসা ভুল!
কে বলে ভালোবাসলে
তোমার মনে ঘটবে
উইপোকা’র আক্রমণ?
তোমার মনকে
তচনচ করে দেবে?
ভালোবাসি না, ভালোবাসি না বললেই কি
ভালোবাসাকে ভুলে থাকা যায় ?
বরং ভালোবাসার উপলব্ধি তোমার
কোলিজাকে খামচে ধরবে,
তোমার অস্বীকৃতির ভালোবাসায়।
অশরীরী আত্নারা তোমাকে উপহাস করবে? তোমাকে তারা সাবধান বানী শোনাতে থাকবে? বলবে ভালো বেসোনা,
ভালোবাসলে তোমাকে
কষ্টের বাঁশিরা দূঃখের সুর শোনাবে।
ভালোবাসলে তোমাকে ঘুুনপোকারা কুঁড়ে কুড়ে খাবে,
খোলস তোমার যেমন আছে তেমনই থাকবে।
শুধু তুমি দাঁড়িয়ে থাকবে
ভালোবাসার অপরাধের কাঠগড়ায়,
জজ সাহেব গুলিয়ে ফেলবে, তোমাকে ভালোবাসার অপরাধে কি শাস্তি দেওয়া যায় এই ভেবে !
ভালোবাসার অপরাধের
যে কোনো শাস্তি তুমি মাথা পেতে নিতে পারবে তো!



বালোবাসার অপরাধ
মুন্নি শেখ
১৪/২/২৪