আমার আর হারানোর ভয় নেই,
এক সময় তোমায় আঁকড়ে ধরে,  
মনে মনে পেতাম সাহস।


একসময় তোমার জন্য কত  পাগল ছিলাম!
কখন তুমি আসবে....
ভেবে ভেবে কাটতো আমার বেলা।


অপেক্ষা নাকি অসহ্য হয়!
অথচ তোমার অপেক্ষায় থাকতে, আমার কি যে
ভীষণ ভালো লাগতো!


আজ আমি সব হারালাম।


তাতে আমার দুঃখ হচ্ছে না,
কষ্টও নয়!


এখন আর কখন তুমি
আসবে, আমায় কাছে  ডাকবে....
এমন অপেক্ষায় আমার
আর থাকা হয় না, জানো?


এখন আর আমার হারানোর কিছু নেই, তাই ভয়ও নেই!


একসময় স্বার্থপর ছিলাম,
ভাবতাম...স-ব দিয়ে দিব!
কিন্তু ভাগ দেবোনা তোমার!


এখন আমার আর কিচ্ছু চাওয়ার নেই!


জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে,
আমি আজ ক্লান্ত!
আমি আর পারছি না!
পারছি না আর একদম!


আজ এখন এই মুহূর্ত থেকে,
যা কিছু তোমার, তা তোমারই থাকুক।


আর আমার যা কিছু, তা আমারই থাকুক!


আচ্ছা, একটা কথার উত্তর জানা থাকলে,
বলে যাবে প্লিজ?
একটু ইচ্ছে করলেই কি
তুমি পারতে, সব মধুর করতে?


ইচ্ছে করলেই কি আমরা পারতাম পৃথিবীর  সবচেয়ে সুখী মানুষ হতে?
পারতাম, আদর্শ হতে সবার?


আচ্ছা, যদি এমন হোত, আমাদেরকে অভিনয় করতে হতো না সুখী হওয়ার?


আমি আজ হেরে গিয়েছি।
আমি আর পারছিনা সুখী হওয়ার নাটক করতে....
জীবনের এই মঞ্চে।
জীবনটাকে মনে হয়
আজ গুরুত্বহীন আর দূর্বিষহ!


কিভাবে কাটবে বাকী সময়, জীবনটাকে কেনো এতো বড় মনে হচ্ছে?


জীবনটাকে যদি ফরোয়ার্ড করা যেতো, কেমন হতো?


অথবা, রিওয়াইন্ড?


আমি কিছু বিষয়কে কেটেছেটে
এডিট করে নিতাম...


শেষ জীবনটুকু কাটানোর জন্য
এ্যাত্তোটুকু হলেও.....


সুখের কিছু উপাত্ত তো রয়ে যেতো!