দ্বীপ নিভে যায় মোর আঁখি
রহে শুধু চাহিয়া
তাইতো প্রিয়া তোমার কথা
ভাবছি নিরবে বসিয়া।


জানি জানি সাথি তুমি
দুঃখ দিবে মনে
তবু পারিনা তোমায় ভুলিতে
ভাবি ক্ষনে ক্ষনে।


চাঁদনী রাতে আকাশের তারা গুলি
করে ঝিকমিক
তোমার আমার প্রেমের শিখা
জ্বলবে ধিকধিক।


কলি হলে কেন গোলাপ যদি
না হয় ফুল
তোমাকে ভালবেসে আমি
মোটেও করিনি ভুল।


চন্দ্র-সুর্য্য গ্রহ নক্ষত্র বেঁচে
থাকবে যত দিন
আমিও তোমার অপেক্ষায় থাকব
তুমি ফিরে আসবে একদিন।


লিখিলাম কিছু তোমার তরে
না হলেও আমি কবি
রহিলাম বসে তোমাকে পাবার আসায়
হৃদয়ে এঁকে তোমার ছবি।