ঈদের দিন বিকেল বেলা
বাড়ীর পিছনে গাছের নিচে বসেছিলাম একলা
হঠাৎ দেখি একটি মেয়ে
জোছনা ঝরা হাসি দিয়ে
নিরবে সে চলে যায়।


আমার মনের মধ্যে সিডর শুরু হয়
উদাসী মনটা ফ্যাল ফ্যাল করে
তার দিকে তাকিয়ে থাকে,কে সে?
দীর্ঘ বার বছর পর চিনতে মোটেও সমস্যা হয়নি
এ জে আমার প্রানের প্রিয়া।


হঠাৎ করে কেন দেখা দিলে
কেনইবা আবার চলে গেলে
নানা প্রশ্ন মনের মাঝে উঁকি দেয়
মনের মাঝে প্রশ্ন দেখা দিবে নাইবা কেন?
এ জে আমার প্রানের প্রিয়া বলে কথা।


প্রিয়ার সাথে আমার কোন কথা হয়নি
কেমন আছে সে এ কথাটা বলা হয়নি
অপলক নয়নে শুধু তাকিয়ে ছিলাম আমি
মনের মধ্যে তুমুল ঘুর্নিঝড় শুরু হয়েছিল
হবেই বা না কেন? প্রানের প্রিয়া বলে কথা।


ইচ্ছে ছিল মনের মধ্যে,প্রিয়ার কাছে যাই
তাকে স্পর্শ করি,মনের যত যন্ত্রনা আছে
তাকে খুলে বলি
কিন্তু তাতো সম্ভবনা, তার সাথে অন্য কেউ
তবু মনটা তার দিকে ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে থাকে
থাকবে নাইবা কেন? প্রানের প্রিয়া বলে কথা।


শেষ রাতের তারার মত কেন দেখা দিলে
কেনবা মেঘের আড়ালে ক্ষনিকের মত
বিদ্যুৎ চমকিয়ে আবার চলে গেলে
ক্ষনিকের জন্য হলেও মনটা আগের মত
স্পৃহা নিয়ে নেচে উঠেছিল
উঠবেই বা না কেন? প্রানের প্রিয়া বলে কথা।


২৯ শে আগষ্টের কথা ক্ষনিকের জন্য হলেও
ভুলে গিয়ে ছিলাম
ভুলে গিয়েছিলাম প্রিয়া অন্যের ঘরে
চলে গিয়েছে চিরতরে
চিরতরে চলে যাক,অন্যের বুকে সুখে থাক
তবু তো আমার প্রিয়া,আমার প্রানের প্রিয়া।