অাল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিলে কেউ
তিনি যান রেগে
মানুষের কাছে কিছু চাইলে তুমি
সে দুরে যায় ভেগে l
অাজ এই দুর্দিনে চলো তাঁর কাছে চাই
তাঁর দয়া মায়া ছাড়া কোনো কুল নাই l


তাঁর কাছে যত চাই তত তিনি খুশি
তাঁর কাজ না করে অাজ শুধু ভাগ্যকে দোষি l
হেলা অার খেলা করে দিন গেল চলে
মাফ করে দাও প্রভু দাও কান মলে l


পুরো পৃথি অাজ দেখ তাঁর কাছে চায়
বিপদটা কেটে গেলে ফের ভুলে যায়
ঈমানের দাবিদার চল এই কাজ ছাড়ি
তাঁর দয়া কোন দিন দিবে না তো অাড়ি l


পৃথিবীর কারো মুখে দেখ নেই অাজ হাসি
অহমিকা থেমে গেছে দুখ রাশি রাশি
কাধে কাধে বয়ে যায় লাশ অার লাশ
প্রভু চেয়ে দেখ
তোমার বান্দাদের ঘরে ঘরে নেই সুখ বাস l
তুমি ছাড়া এই করোনা কেউ ফিরানোর নেই
শক্তি দাপট যষ সব দেখ হারিয়েছে খেই
দুনিয়ার মোহে লোভে ভুলেগেছি সব
কঠিন বিপদে পড়ে অাজ হাত তুলি রব
জানি প্রভু ফিরাবে না এই অধমের হাত
কেটে যাবে মসিবত করোনার রাত
জেগে উঠে পুরো পৃথি স্মরবে তোমায়
মাফ করো ওগো প্রভু অাজ করি হায় হায়
নিরালা নিবৃত্তে অাজি চোখ পানি ঝরে
দুখ ব্যথা দুর করো সুখ সব ঘরে l
ভাসলবাস তুমি প্রভু বান্দার ডাক
অাজ তাই এসেগেছে করোনার হাক
করোনার ভয়ে হলেও প্রভু ডাকিগো তোমায়
করোনা দুর করে ঢাকো করুণায় l