দুলকি তালে ট্রেন চলেছে
যাচ্ছি চড়ে ঢাকা
কোথাও আছে টিলার সারি
ধানের মাঠে ফাঁকা l


বনবাদাড়ে উড়ছে পাখি
কাক উড়ে যায় কাকা
শোন শোন রব চলছে গাড়ি
ঘুরছে ট্রেনের চাকা l


আসছে স্টেশন থামছে গাড়ি
নামছে মানুষ ঠেলে
ধান কেটে যায় গাঁয়ের চাষা
মাছ ধরে নেয় জেলে l


দেখছি খোদার সৃষ্টি কত
দু" চোখ দৃষ্টি মেলে
একটি রেখে একটি আসে
ভাবনার দুয়ার ঠেলে l


সৃষ্টির প্রতি দৃষ্টি দিয়ে
শোকর তারিফ করি
মাফ করোগো দয়ার প্রভু
দু"হাতে কান ধরি l