আক্ষেপ


কতদিন ঝগড়া হয়নি...
কতদিন অনাহারে যায়নি একটা বেলা
কতদিন সকাল যায়নি চুরি
কতদিন বন্ধু ডাকেনি হঠাৎ সন্ধ্যেতে
বলেনি ;আয়..দু'এক পেগে আড্ডায় উড়াউড়ি।
কতদিন দুঃখ দেখিনি ছুঁয়ে
কতদিন রেগেমেগে হইনি চণ্ডাল
কতদিন শিশিরে ভেজেনি পা'
মুগ্ধ মগনে দ্যাখা হয়নি একটা মধুর কোলাহল।
বহুদিন মহড়া থেকে দূরে
বহুদিন সংলাপ ছুড়ে মেলেনি হাততালি
বহুদিন হাতে হাত নেই, নেই ডলাডলি
বহুদিন ডাকেনি জীবন দীক্ষা , মঞ্চটা খালি।
অনেক দিন দশদিক শুধু শূন্য, শুধু ছাই
অনেক দিন রাজত্ব কেবলই আঁধারের ডাঁই।
আ..র নয়, ঝিকিয়ে উঠুক আয়না, আর
জ্বলে উঠুক সব ঝিমানো দাহকেরা...


বুকের তূণে বারুদাকাঙ্খা নিয়ে আঁকবো আলোর রেখা।।


মুন্সী কবির।