কবিতা#
"অহমিকা"
"Ahomika"


কতটা আগুন তুমি একটা 'অ'-কে পোড়াও দেখি?
পারবেনা, কেননা- তোমার হিসহিস এ
শহিদ এর রক্ত ঢেলেছি।
কতটা সাহস তোমার -
একটা 'ব'-কে পারবে বেঁধে রাখতে?
কক্ষনও না ; কারণ - আমি এক বন্ধুকে চিনি
যে তাঁর বুকের শব্দ নিভিয়ে রোপন করে
গেছে একটা স্বাধীন গোলাপকে।
সে ফুলের একটা পাপড়িতে বায়ান্ন ঘুমিয়ে
সে ফুলের একটা দোলায় একাত্তরের গান।
আজ তুমি যতই ক্ষমতা দেখাও---
পারবে না মুছাতে বিসর্গের অভিমান।
এ বর্ণ চর্যার জলে হয়েছিল সূচী
এ বর্ণ পাহাড়ের পায়ে বিনম্র কদমবুচি।
তারপর বহু ঘটনার রেশ, আরও বহু বীরেরা নিঃশেষ।
তুমি এলে কুকুরের বেশে, করলে ভেউ-ভেউ
কি লাভ হল? আজ পুরোটা বিশ্ব চিনেছে ফেউ।
আজ এই সুবর্ণ বছরে এসে....
পারবে কি একটা 'হ'-কে থামাতে রেসে?
চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চালাও কাঁটার চাবুক, আসুক দু'হাজার একচল্লিশ।
এসে দেখে যেও-
এ বর্ণমালাই নামবে আকাশ, তখন তুই;
হ্যা তুই বুঝে নিস একটি বিরল বাংলাভাষার কি দারুণ অভিলাষ।।


মুন্সী কবির।