বাজুক মাভৈ
           .......... মুন্সী কবির।


তীলার্ধ্য এক মানুষ আমি তিন ত্রিশূলে একাকার
ইচ্ছে আছে মেঘ-জোছনার সন্ধিক্ষণে
মুখোমুখি বসিবার। ইচ্ছে আছে---
সাগর ঢেউ এ গড়িয়ে নেবো দেয়ালবিহীন স্বপ্নঘর,
বাজিয়ে দেবো শব্দবিহীন অন্ধ সুরের
নীল সেতারের দরবার।
সকাল হলেই পড়তে যাবো অন্ধকারের নামতা
কে হাফেজ আর কেইবা ঠাকুর জিজ্ঞাসে নেই বার্তা।
আজ সাহসের হর্কা বাণে হিজড়া পাড়ায় সমুদ্দুর
সভ্যতা আর মানুষ যোগে বেহায়া কোন বাহাদুর।
শব্দ-দোকান বন্ধ ক'দিন জ্বরের দেহেও বিষ বাসনা
কে গণিকা বলতো রে মন.....
সেও কী বীজের অবতার না?
ক্ষুরের সাথে নীল যোগাযোগ কোন সে পাখির দুধের দাঁত?
জোছনা চাটা এক বিলাসীর অচীন পাড়ার মৌতাত।
দিন গেল আর কৈ....
দিন যে এখন সদাই যপে রাতেরই মাভৈ।।
                         ....................মুন্সী কবির।