আমি চোখের জলে আগুন নিভাই
ঘামের স্রোতে মিটাই অভাব
আমি হাওয়ার কাছে অসুখ পাঠাই
পাথর দিয়ে কষ্ট ভাঙার স্বভাব।


আমার কলম জন্মদুঃখী ; গোঁয়ার
শুকনো পাতায় স্মৃতির মর্ম বাজে
আমার মনন সন্ধ্যা ঘাটের খেয়া
মাঝিবিহীন নৌকা ভাসাই সাঁঝে।


নদীই আমার জীবন-হরকরা
দূর চিঠিতে তার ঠিকানাই লিখি
আবার যেদিন মন-ফেরতা খাম
তার কাছেতেই সুখের অঙ্ক শিখি।।