কবিতা#
ধাওয়া
Dhaoa


আসুন এবার ফুলকে বলি হিংস্র হতে
বাতাস ভিজুক দ্রাক্ষা জলে-
নদী তার নাচ ভুলে, নৃত্য করুক গগন খুলে।
নিন প্রতিদিন নিজকে ধুয়ে নীতির জলে।
অদেখা সব আস্ফালনে, সাদা রঙের মিথ্যে ভীড়ে।
ডাকুন এবার সব ভালোকে নিলাজ তুলে।
সুবচন হোক সহায়, শেষ ভেবেছেন কিছু?
আয়না নেই, আরাধ্য নেই, মেটামরফসিস ঋজু।
তন্ত্র, মন্ত্র, গরীব, অসহায় কাদের এসব লট?
ও কারিগর এবার বোধায় খেলারাও চম্পট!
ফুলকে বলুন হিংস্র হতে, হাওয়ারাও হোক কালো...
বলুন এবার শীর্ষ নাকি প্রপাত?
আমরা আসলে শেষের অসীম, নিজকে  প্রণিপাত।।


মুন্সী কবির।