হঠাৎ সেদিন বায়না নদীর-
আমায় একটা শেকল কিনে দেবে?
অবাক হলাম শুনে,
সে কি ?তোমার নামে উপমা আছে চলার,
মানায় তোমায় এমন কথা বলার?
সে বলল- 'আমারও সাধ হয় নিজের
দেহের একটা ছবি দেখার!'
উত্তরে তার মুখে আমার রা' নেই
কোথায় পাবো নদীর ছবি দেখার?
এর উপমা এই-ই কেবল জানি
বুকের ভেতর নিরব প্রতিধ্বনি।
হঠাৎ হাওয়ায় চমকে ওঠে মন,
কি গো বললে না তো কিছু, নাছড় নদী
এখনও আমার পিছু।
আমি বলি -শেকল তো নেই...
তোমায় আমি দিতে পারি একগুচ্ছ কবিতা,
শেকল ছাড়াই বাঁধবে তোমায় এবং তোমার ছবিটা।।


মুন্সী কবির।