আর আসে না সেই সে শ্রাবণ
চোখেরও জল লুকিয়ে দেওয়ার
আর আসে না তেমন ফাগুন
অন্য আগুন জ্বালিয়ে নেওয়ার।
আর আসে না তেমন দিন রাত সাজিয়-
চাঁদের ব্যথায় রোদ যেখানে নিজ লুকিয়ে।
আর আসে না তেমন দুঃখ সহ্য বাড়ার,
আর আসে না তেমন সুখও....
দুঃখ যাচাই করিয়ে নেওয়ার।
এখন সময় ধুলোর মতই বিষের নিষেক
চলতে চাওয়ায় বড্ড বড়াই
ফুরিয়ে যাওয়ার রঙ অভিষেক।
ভালোবাসা মন হারিয়ে বিজ্ঞাপনে নাম দিয়েছে
এক বুকে ঝড়; অন্য বুকেও চিকায় -চিকায়
ছেয়ে গেছে।
ফুটতে ফুটতে ফুলও হাপায় মাটিও তখন বোঝা ভাবে.....
শেষ আসলে একই রঙের, বিরাট কিংবা ছোট্ট যা যে।।
মুন্সী কবির।