"মূর্ছনা"


  বহরে দরকার আর একটা নাও, তবেই একশো এক। তারপর যাত্রা অবিরাম, অবিস্মরনীয়।
আগামীর কাছে যেদিন পৌঁছাবে; সেদিন আর দাম নেই সোনার।
কৈশরের  প্রিয় খেলা এখন কেবল স্মৃতিভুলান্তি।
যৌবন এসে দাঁড়িয়েছে যাদু-বিশ্বাসের সমাগমে।
কুয়াশার নগর ধরে হেঁটে যায় অন্তিম মিছিল। শেষ
যেখানে, সেখানে নতুনের কথা বলে জাতিস্মর।
এ যাত্রায় কেউ ভুল করে না ঘুণাক্ষরেও। বিক্রি হয়ে
গেছে স..ব ঐতিহাসিক  মোড়ের দোকানগুলো। শুধু পড়ে আছে অপচনশীল অহমিকার সিংহাসন।
ভুলের কথা ভাবে না কেউ, ফুলের কথাই ভাবে।
এখনও এলো না শেষ নৌকা; শেষের বৈঠাওয়ালা!
শতেক তরীতে উপচে বোঝায় ইচ্ছে ভুলের পসরা,
অপেক্ষা শুধু দ্বি- শতকের প্রথম অংকটার।
তাতে উঠে যাবে সোনায় লেখা কিছু খন্ডকাল,
তাতে পা' রাখবে অনেক অনেক নিখোঁজ মর্যাদা...


ধোঁয়াশার মত চোখে পড়ে দূরের আগামী তরণী..
আমরা এখন কাঁচের তৈরী মৌনতার দূরবীনে চোখ
ঠেকিয়ে অংক কষছি একশো এক থেকে একশোর
মাঝে নক্ষত্রতম দূরত্বের দুর্দান্ত সমাধানের জন্য।।
      -মুন্সী কবির।