কত্তো দিন হয়ে গেল বিদ্রোহ শব্দটা লিখিনি!
অথচ কলমে এখনও বিষের পিপাসা।
জীবনকে একদিন বলেছিলাম জুয়া খেলবি আয়--
তোর এক রত্তি দুঃখের বিনিময় আমার লুকোনো সুখগুলো সব দিয়ে দেব নিশ্চয়।
সে বলল _'জুয়া কাভি নেহি হুয়া'।
আমি বললাম এত দূরে এলি জীবন বেয়ে-বেয়ে...
তারও তো সবটুকু ভূয়া!
তোর ছিল এক পৃথিবী আয়োজন,
আমি কী ভেবেছিলাম জানিস?”
অনেক ঘেঁটেঘুটে ফুরোনোয় প্রয়োজন।
এত্তো পালক মুকুটে...
কখনও আগুন ছুঁয়ে দেখেছিস? পুড়িস কিনা?
জীবনরে.. তুইও তবে ভূয়া;
শুধু মৃত্যুই আছে থাবায়,
আর সবার কাছে নিশ্চিত হেরে যাওয়া।।