“সুবাতাস”


আজ ফুরিয়েছি সব দেয়া-থোয়া,
ফাগুন ফুল, একলা বিকেল মন ভাল করা দিন
এখন শুধু মাটির কাছেই সুদ ছাড়া কিছু ঋণ।
তোমার মুঠো ভরেই আছে
বুক ভরা মান, তীক্ষ্ণ আগুন, গমগমে হাততালি
কিছু অপারগ ভেতরে তবুও গাইছে বনমালি।
সব উঠে গেছে সময় গাড়ীতে
অতিথি সরোদ, মন মন্দিরা, আপন ঢাকের বোল
তলানিতে ঠেকা দরবারি তান আঁধার বিশ্ব- কোল।
কিছু না'জায়েজ আজও বিকরিত পোষ্টারে
সব মানুষেই চণ্ডাল আছে, দেশ-দেশ খেলা ত্বরে।
দল বেঁধে আজ প্রজাপতি চলে আত্মহননে মগ্ন
সেই মেয়েটা অশ্রু বিহীন, ছেলেটা এখনও রুগ্ন।
কিছু কবিতা আজও লেখেনি বেহুদ্দো কোন কবি
বিষণ্ণতা মানে আনন্দ অথবা বিষ মন্থনে সবই।
অক্ষরগুলি আাগুনই হোক আগুনের জোর যত
আমিও হতাম ফুর্তির রঙ যদি সুবাতাস হত অবিরত।।
                               ……………………..মুন্সী কবির।