'উদমো'
        .......মুন্সী কবির।
বেল' ছিল না লোকটার ;তার ছিঁড়েছে কবেই
কনকনে শীত হলেই বলতো এবার বৃষ্টি হবেই।
গাব গিয়েছে কবেই উঠে ঢ্যাবঢেবে তার 'ঢোল'
কাব্য নিয়েই যখন-তখন তুলতো কথায় বোল।
সন্ধ্যে হলেই নিভিয়ে দিতো তাতাল জ্বলা সলতে
আলোর পোকার হাট বসাতো ধ্বন্ধ কথা বলতে।
ট্যারাম-ট্যারাম যুদ্ধ যখন হাওয়ার সাথে মনের
মন ঘুড়িটা উড়িয়ে দিতো ওজন খানিক টনের।
একদিন এক ভর দুপুরে জোছনা ভেজা চৈত্রে
শব্দ দিয়ে নিরবতা লিখলো শতেক ছত্রে।
মেঘ,নদী আর হাওয়ায় তখন পাগলামিটার গর্জনে
কী পেলো আর কীইবা না তার কান্না পেলো মার্জনে।।


মুন্সী কবির।