যদি উপহার সামগ্রী দিলেই ভালোবাসা হয়
তবে তুমি ভালোবাসনি আমায়,
ভালোবেসেছিলে সেই পণ্য সামগ্রীকে।
ভালোবাসার জন্য যদি ফর্সা চেহারার অধিকারী হতে হয়
তবে তুমি ভালোবাসনি আমার মনকে,
ভালোবেসেছিলে সেই ফর্সা চেহারাকে।
যদি চাকরী ছাড়া ভালোবাসা হয়না
তবে তুমি ভালোবাসনি আমায়,
ভালোবেসেছিলে সেই চাকরীটাকে।
তবুও, তুমিই ছিলে আমার প্রিয়
তুমি ছিলে প্রিয়তম।
তুমি তো কখনো আমায় ভালোই বাসোনি
আমার কাছে তুমি কখনো ভালোবাসা চাও নি
চেয়েছিলে তোমার আবদার পূরণের ক্ষমতা
আমি ওসব পারবো না করতে পূরণ
আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, নেই এতো বড় সাধ্য আমার।
বিদায়! হে প্রিয় বিদায়
আর কোনদিন দেখা নাও হতে পারে
আবার নিয়তি যদি মিলিয়ে দেয় তাহলে হতেও পারে।
বিদায়! হে প্রিয় বিদায়!