কাজল কালোর মেঘলা আলোয়
নাম জপে যায়, আমার ভেতর।
সেই নামের ঐ, মুখখানি আজ
কত অভিমানী।
সুযোগ পেলেই বলে দিব,
কত ভালোবাসি।

চন্দ্র আলোর চন্দ্র প্রভায়
মেঘ চলে যায়, আপন ডানায়।
সেই মেঘের ঐ, একলা চলা‘য়
তোমায় খুঁজে পাই।
হারিয়ে গেলে খুঁজে নিবো,
তোমায় পুনরায়।

মাঘ মাসের ঐ শেষ বেলায়,
জমতো শিশির ঘাসের ডগায়।
সেই শিশিরের ছোট্ট আভায়,
তোমায় দেখতে পাই।
হারিয়ে গেলে খুঁজে নিবো,
তোমায় পুনরায়।
               ---বৃহস্পতি(১৪৩২)