অস্পৃশ্য


যথেষ্টের যথেচ্ছাচারে অভাব
এসেছে যথেষ্ট!
ভালোবাসার অত্যাচারে এ-মন
আজি আবিষ্ট!
সহজেই সহজ হয়েছে তাই কঠিন করেছে
নুতন আবেদন!
ইচ্ছের অভাবে ইচ্ছেগুলো হয়ে গেছে
বড় পুরাতন!
রাজতন্ত্রের অর্থ নীতি বোঝা হয়েছে বুঝে এসেছে
গণতান্ত্রিক প্রজাতন্ত্র!
মাত্রাতিরিক্ত হয়েছে আজ বিরক্ত,মাত্রাহীনতা-ই দেখি
আসল মন্ত্র!
আতঁাত করেছে অজান্তে আততায়ী, আত্মবিশ্বাসে
ধরেছে বাজী!
অকারনে যাতিত এক নির্যাতক,প্রযোজিত করে যায়,
বিশেষ নাটক!
বাসিত হয় কারা! বন্ধ এ ফাটক!
পড়বে কে আর!আমি
নিজেই পাঠক!
আবর্তিত হয়ে ঘটনার ঘটক!তৈরি করে দালাল আর
কিছু যে ঘাতক!


                                                    ম. মজুমদার।